ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লুট হওয়া মালামাল উদ্ধার, চালকসহ আটক ৩

নিউজ ডেস্ক: সীতাকুণ্ডের কুমিরা ঘাটঘর এলাকার পরিত্যক্ত ওডাব্লিউডাব্লিউ শিপব্রেকিং ইয়ার্ডসহ কয়েকটি স্থান থেকে অভিযান চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড জোড়ামতল এলাকায় লুট হওয়া ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাক চালকসহ তিনজনকে আটক করেছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোরে লুট হওয়া এসব মালামাল উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান পেলিক্যান এক্সপ্রেসের কর্মকর্তারা জানিয়েছেন, ইয়ার্ডে বসে ডাকাতরা মহাসড়কে পণ্যবাহী ট্রাক লুটের পরিকল্পনা করে। রাতে মহাসড়কে নিদিষ্ট পণ্যবাহী ট্রাক টার্গেট করে মালামাল লুট করে। পুলিশের একাধিক সাঁড়াশি অভিযানের ফলে মালামাল উদ্ধার হয় বলে জানিয়েছেন সরবরাহকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
গত ২১ এপ্রিল দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম থেকে পেলিক্যান এক্সপ্রেস পার্সেল সার্ভিস একটি ট্রাক প্রায় ৫০ লাখ টাকার মালামাল নিয়ে ঢাকায় যাচ্ছিল। পথে মহাসড়কের জোড়ামতল নামকস্থানে ১০ থেকে ১২ জনের ডাকাত দল পেলিক্যান এক্সপ্রেস পার্সেল সার্ভিস গাড়ি গতিরোধ করে আটকে মালামালগুলো লুট করে নিয়ে যায়।
লুট হওয়া মালামালগুলোর মধ্যে মোবিল গ্রিজের ড্রাম, মটরস পার্টস, ইলেকট্রিক মালামাল, পুরাতন তামা-পিতল, ক্রেন সেফটি, এ্যালবো ও ব্লয়ার পার্টস উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুনএ ঘটনায় আটকরা হলেন, আবদুল হান্নান, জাহাঙ্গীর আলম, মো. কামরুজ্জামান। তাদের সবার বাড়ি সীতাকুণ্ডের জোড়ামতল এলাকায়।
পেলিক্যান এক্সপ্রেস পার্সেল সার্ভিসের মালিক বেলাল উদ্দিন বলেন, সোমবার রাত আনুমানিক দেড়টার দিকে সীতাকুণ্ড থানাধীন জোড়ামতল এলাকা থেকে ৫০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। পরে পুলিশ অভিযান চালিয়ে বেশকিছু মালামাল উদ্ধার করেন।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, কুমিরায় একটি শিপইয়ার্ডসহ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে মহাসড়কে লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। বাকি মালামালগুলোও উদ্ধারে অভিযান চলছে।
মন্তব্য করুন