ভিডিও সোমবার, ২০ জানুয়ারি ২০২৫

সেনেগাল উপকূলে নিহত ২৬ অভিবাসী

আফ্রিকার দেশ গিনির উপকূল থেকে ইউরোপের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি নৌকা সেনেগাল উপকূলে ডুবে গেছে। এ ঘটনা অন্তত ২৬ অভিবাসনপ্রত্যাশীর সলিল সমাধি ঘটেছে।

সংশ্লিষ্টরা এপ্রিল মাসের শেষ দিকে যাত্রা করেছিলেন। তাদের বহনকারী নৌকাটি ১ মে সেনেগাল উপকূলে ডুবে গিয়েছিল। এই ঘটনায় অভিবাসী মৃত্যু নিয়ে আফ্রিকার সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে চাউর হয়েছিল।

 

নিখোঁজ অভিবাসীদের অনেক স্বজনেরা চলতি সপ্তাহে বার্তা সংস্থা এএফপির সঙ্গে কথা বলেছেন। তারা নিশ্চিত করেছেন, নৌকাটি গিনি থেকে এপ্রিলের শেষ দিন যাত্রা করে ১ মে ডুবে গিয়েছিল।

গিনি প্রজাতন্ত্র পশ্চিম আফ্রিকার একটি দেশ। যার রাজধানীর কোনাক্রি। পূর্বে দেশটি ফরাসি গিনি নামে পরিচিত ছিল।

প্রধানমন্ত্রী আমাদু ওরি বাহ তার বক্তব্যে দেশটির হাজার হাজার তরুণদের কথা উল্লেখ করেছেন যারা বর্তমানে অনিয়মিত অভিবাসী হিসেবে বিভিন্ন দেশে প্রত্যাবাসনের জন্য অপেক্ষা করছে।

তিনি বলেন, বর্তমানে আমাদের প্রায় তিন হাজার তরুণ আফ্রিকার দেশ নাইজারে, এক হাজার ২০০ জন আলজেরিয়ায় এবং ৪০০ জন মিশরে প্রত্যাবাসনের জন্য অপেক্ষায় আছে। এছাড়া গিনির হাজার নাগরিক ইতালির বিভিন্ন আশ্রয় শিবিরে আছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানরতদের সংখ্যা বাদ দিলে এত পরিসংখ্যান আমাদের জন্য একটি রক্তক্ষরণ।

তিনি সংবাদ সম্মেলনে, গিনির অভিবাসীদের ব্যবহার করা একাধিক রুটের কথাও উল্লেখ করছেন।

 
 

দেশটির মাতাম উপকূল থেকে লোকেরা আফ্রিকার উপকূলের পশ্চিমে আটলান্টিক পথ বেছে নিয়ে ইউরোপে পৌঁছাতে চায়। অনেকেই ভূমধ্যসাগর পাড়ি দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরণখোলায় ট্রলিচাপায় এক চালক নিহত

দুর্গাপুরে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ

মাদারীপুরে বোমার আঘাতে পা উড়ে যাওয়া যুবকের মৃত্যু

ব্রহ্মপুত্র নদে নাব্যতা সংকট চিলমারী-রৌমারী রুটে এক মাস যাবত ফেরি চলাচল বন্ধ

কোটায় উত্তীর্ণ ১৯৩ জনের ফলাফল স্থগিত

চাঁদাবাজির সময় শিক্ষার্থীদের হাতে ধরা, ২ পুলিশ সদস্য বরখাস্ত