স্টাফ রিপোর্টার : ভেঙে দেওয়া হলো বগুড়া জেলা যুবদলের কমিটি। মেয়াদোত্তীর্ণ হওয়ায় আজ ৪ সেপ্টেম্বর বুধবার এই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এম এন ইসলাম সোহেল সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা গেছে।
বগুড়া জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা জেলা যুবদলের কমিটি ভেঙে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।