রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে এ সংঘর্ষ শুরু হয়ে তা চলছিল বলে জানা গেছে। দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। এতে বেশ কয়েজন শিক্ষার্থী আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় সায়েন্সল্যাবসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে রয়েছে।এ বিষয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন উদ্দিন বলেন, ‘আমরা ঘটনাস্থলে উপস্থিত আছি। পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। কী কারণে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা আমরা জানার চেষ্টা করছি।’
ঘটনাস্থলে থাকা ডিএমপি’র নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তারিক লতিফ সামী বলেন, ‘দুপুর ১২টার পর থেকে দুই কলেজের ছাত্রদের সংঘর্ষ চলছে। সংঘর্ষের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।