প্রধান উপদেষ্টা
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে মিডিয়া কমিশন গঠন হবে
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে মিডিয়া কমিশন গঠন করা সরকারের সক্রিয় বিবেচনাধীন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
তিনি বলেছেন, সংবাদমাধ্যম যেন নির্বিঘ্নে ও স্বাধীনভাবে কাজ করতে পারে আমরা সেটা নিশ্চিত করতে চাই। আমরা বলেছি, আমাদের যে কোনো বিষয়েও সংবাদমাধ্যম গঠনমূলক সমালোচনা করতে পারে।
বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর জাতির উদ্দেশে এটি ড. ইউনূসের দ্বিতীয় ভাষণ। গত ২৫ আগস্ট জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি।
আরও পড়ুনগত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তী সরকার।
মন্তব্য করুন