ভিডিও বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

শেখ হাসিনাসহ ২৫ সাংবাদিকের নামে হত্যা মামলা

সংগৃহীত,শেখ হাসিনাসহ ২৫ সাংবাদিকের নামে হত্যা মামলা

গণঅভ্যুত্থানে সরকার পতনের দিন রাজধানীর মিরপুরে ছাত্র-জনতার বিজয় মিছিলে গুলি করে মো. ফজলু হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ২৫ সাংবাদিকসহ ১৬৫ জনের নামে মামলা হয়েছে। ভাসানটেকের দিগন্ত ফিলিং স্টেশনের সামনে বিজয় মিছিলে গুলি চালালে নিহত হন ৩১ বছর বয়সী ফজলু।

বুধবার (১১ সেপ্টেম্বর) নিহতের বড় ভাই মো. সবুজ ঢাকার ভাষানটেক থানায় এ মামলা করেন। ভাষানটেক থানার ওসি ফয়সাল আহমেদ মামলার তথ্য নিশ্চিত করেন।


মামলার এজহারে বলা হয়েছে, ৫ আগস্ট সরকার পতনের দিন ভাষানটেকের দিগন্ত ফিলিং স্টেশনের সামনে ছাত্র-জনতার বিজয় মিছিলে গুলি চালানো হলে ফজলু নিহত হন। গুলিবিদ্ধ অবস্থায় ফজলুকে ঘটনাস্থলের পাশে মার্কস মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়।

মামলায় সাংবাদিকদের মধ্যে রয়েছেন- নঈম নিজাম, মনজুরুল আহসান বুলবুল, শ্যামল দত্ত, ফরিদা ইয়াসমিন, ওমর ফারুক, মনজুরুল বারী নয়ন, সোহেল হায়দার চৌধুরী, কুদ্দুস আফ্রাদ, অরুন কুমার দে, জিহাদুর রহমান জিহাদ, আব্দুল মজিদ, সাজ্জাদ আলম খান তপু, সৈয়দ শুক্কুর আলী শুভ, হায়দার আলী, আলমগীর হোসেন, মাইনুল আলম, জায়েদুল আহসান পিন্টু, কবির আহমেদ খান, নুরুল ইসলাম হাসিব, শাহনাজ শারমিন।

আরও পড়ুন

আসামিদের মধ্যে আরও আছেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, মোহাম্মদ আলী আরাফাত, জুনাইদ আহমেদ পলক, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, মাহবুব উল আলম হানিফ, বাহাউদ্দিন নাসিম, মাইনুল হোসেন খান নিখিল, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমান, সাবেক পুলিশ কর্মকর্তা হারুন অর রশীদ, বিপ্লব কুমার সরকারকসহ আরও অনেকে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে দুটি কারখানায় আগুন 

কুকুর পরিচালনা শিখতে বিদেশ যাচ্ছেন পুলিশ কর্তারা

সিরাজগঞ্জে যৌন নির্যাতনের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

সম্পর্ক থাকলে ভয় তো থাকবেই : সোহিনী

চুরি হওয়া অর্থ দেশে ফেরাতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সিএ প্রেস উইং

অব্যাহতিপ্রাপ্ত এসআইদের নেতৃত্বে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা