ভিডিও মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

ডেঙ্গু প্রতিরোধে ‘বিশেষজ্ঞ কমিটি’ গঠন

সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায়

ডেঙ্গু রোগ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি করপোরেশনের জন্য বিশেষজ্ঞদের সমন্বয়ে দুটি কমিটি গঠন করেছে স্থানীয় সরকার বিভাগ।

আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান।

এ এফ হাসান আরিফ বলেন, সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে। কমিটি দুটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী কাজ করবে এবং সঠিকভাবে বাস্তবায়ন করবে।

 

নতুন গঠিত কমিটিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জন্য নিপসমের অধ্যাপক ডা. মোহাম্মদ গোলাম ছারোয়ার, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. রাশেদুল ইসলাম এবং কীটতত্ত্ববিদ মো. রেজাউল করিম কাজ করবেন।

আরও পড়ুন

অন্যদিকে, দক্ষিণ সিটির কমিটিতে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. শেফালি বেগম, ড. তানজিন আক্তার এবং ড. মোহাম্মদ ফিরোজ জামান।

সভায় জানানো হয়, ঢাকার দুই সিটি করপোরেশন আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত ২ লাখ ১৭ হাজার ৬৪৮টি স্থান পরিদর্শন করেছে। এর মধ্যে ৭ হাজার ১৯৫টি স্পটে লার্ভা পাওয়া যায়। লার্ভিসাইড স্প্রে ও প্রজননস্থল ধ্বংস করা হয় ২ লাখ ৭৩ হাজার ৫৩৮টি স্থানে। এছাড়া মশক নিধনে ৩৭ হাজার ৫০৫টি নোভালুরন ট্যাবলেট প্রয়োগ করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলেন, ডেঙ্গু মোকাবিলায় হটস্পট চিহ্নিত করে কার্যক্রম নিতে হবে এবং সারা বছর মশক নিধন কার্যক্রম চালু রাখতে হবে। সভায় দেশের সব সিটি করপোরেশনের প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তা, বিশেষজ্ঞ, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দু’দেশের জন্যই লাভজনক শুল্কচুক্তি চায় ঢাকা: শফিকুল আলম

ইরান থেকে দেশে ফিরলেন আরও ৩২ জন

৮ জুলাই সোমবার ‘বাংলা ব্লকেড’ এর দ্বিতীয় দিন

দেশে ফিরেছেন ৭৬ হাজার ৭৬৮ হাজি

লঙ্কানদের মাটিতে প্রথমবার সিরিজ জয়ের হাতছানি

টেকনাফে দুর্ভোগে অর্ধলাখ মানুষ, আশ্রয়কেন্দ্রে ত্রাণ বিতরণ