ভিডিও

সাবেক ইসি সচিব জাহাংগীর আলম গ্রেপ্তার

প্রকাশিত: অক্টোবর ০১, ২০২৪, ১১:৪৫ দুপুর
আপডেট: অক্টোবর ০১, ২০২৪, ০১:৪৮ দুপুর
আমাদেরকে ফলো করুন

ডামি নির্বাচনের কারিগর নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জাহাংগীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।  রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপির ডিবি বিভাগ।চলতি বছরের জানুয়ারি মাসে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় নির্বাচনে কমিশনের সচিবের দায়িত্ব পালন করেন জাহাংগীর আলম। পরে ২১ মে এক প্রজ্ঞাপনের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে বদলি করা হয়। ৩০ মে থেকে ওই আদেশ কার্যকর হয়। বিসিএসের ১৩ তম ব্যাচের কর্মকর্তা জাহাংগীর আলম এর আগে জননিরাপত্তা বিভাগে অতিরিক্ত সচিব, যুগ্ম সচিবের দায়িত্ব পালন করেন। অপরদিকে বিসিএস ১৫ তম ব্যাচের কর্মকর্তা শফিউল আজম বিমানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালনের আগে মন্ত্রিপরিষদ বিভাগের আইন ও বিধি অনুবিভাগের দায়িত্বে ছিলেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS