ভিডিও বুধবার, ০৯ জুলাই ২০২৫

সবল ব্যাংক থেকে আর্থিক সহায়তা পাচ্ছে দুর্বল ৫টি ব্যাংক

সংগৃহীত,সবল ব্যাংক থেকে আর্থিক সহায়তা পাচ্ছে দুর্বল ৫টি ব্যাংক

সবল ব্যাংক থেকে আর্থিক সহায়তা পাচ্ছে দুর্বল ৫টি ব্যাংক। এখন পর্যন্ত ব্যাংকগুলোকে হাজার কোটি টাকার বেশি তারল্য 
বুধবার (২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, দেশের দুর্বল ৫ ব্যাংককে তারল্য সরবরাহ করছে সবল ব্যাংকগুলো। এর অংশ হিসেবে এরইমধ্যে ৬টি সবল ব্যাংক দুর্বল ব্যাংকগুলোকে হাজার কোটি টাকার বেশি তারল্য সরবরাহ করেছে। দুর্বল এ ব্যাংকগুলোকে দেয়া ঋণের গ্যারান্টি বা নিশ্চয়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
 
এর আগে গত ২২ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, আমানত প্লেসমেন্ট হিসেবে দুর্বল ব্যাংককে নির্ধারিত মেয়াদে বিশেষ ধার দেবে ভালো ব্যাংক। যদিও কোনো সবল ব্যাংককে টাকা ধার দিতে বাধ্য করা হবে না।

আরও পড়ুন


ব্যাংকের পরিচালনা পর্ষদে সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে পাঁচ ব্যাংক। এগুলো হলো- সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক। চুক্তিপত্রের বিপরীতে এসব ব্যাংক নির্ধারিত মেয়াদে বিশেষ ধার পাবে।
 
তবে কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টি থাকার কারণে ঝুঁকিমুক্ত এ ধার দিতে আগ্রহ দেখাচ্ছে অন্তত ১৪টি ব্যাংক। এর মধ্যে সোনালী, ডাচ্-বাংলা, ব্র্যাক, সিটি ও শাহজালাল ইসলামী ব্যাংক রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগের চেয়ে ভালো আছেন ফরিদা পারভীন 

শৈশবের ক্লাবে ফিরে অশ্রুসিক্ত ডি মারিয়া

মস্কো ও বেইজিংয়ে বোমা ফেলার হুমকি দেন ট্রাম্প

মেডিকেল শিক্ষায় সহায়তা ও অর্থনৈতিক অঞ্চলের জন্য কৃতজ্ঞ ভুটান: রাষ্ট্রদূত

গৃহকর্মীর বিরুদ্ধে পরীমণির মামলা বাতিল

ইরানের শীর্ষ কমান্ডারদের হত্যার আগে যেভাবে খোঁজ পেত মোসাদ