ভিডিও

বিয়ে করলেন হাসনাত আবদুল্লাহ, পোস্টে জানালেন সারজিস

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৪, ০৬:৪৯ বিকাল
আপডেট: অক্টোবর ১২, ২০২৪, ০৬:৫২ বিকাল
আমাদেরকে ফলো করুন

হাসনাত আব্দুল্লাহর বিয়ে নিয়ে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। আজ শনিবার (১২ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে সারজিস লিখেছেন, দাম্পত্য জীবন সুখের হোক৷ আল্লাহ তোমাদের জীবনকে বরকতময় করে তুলুন৷

পাঠকদের জন্য সারজিস আলমের স্ট্যাটাসটি তুলে ধরা হলো :
আল্লাহ পৃথিবীতে আমাদের জন্য যা দিয়েছেন তার সবই নেয়ামত ৷ তার মধ্যে সবচেয়ে উত্তম নেয়ামত হচ্ছে একজন নেককার স্ত্রী ৷ আজ থেকে তুমি তেমনই একজন স্ত্রীর দায়িত্ব গ্রহণ করছো ৷

দাম্পত্য জীবন সুখের হোক ৷ আল্লাহ তোমাদের জীবনকে বরকতময় করে তুলুন ৷

NB: ভাবিকে এখনো আমরাও দেখিনি ৷

এ ছাড়া কমেন্ট বক্সে সারজিস লেখেন, গুজবের মাঝে এভাবে চিকনে কাজটা সেরে ফেললা হাসনাত আব্দুল্লাহ! জাতি এটা মেনে নিবে না ৷ জাতীয় সমন্বয়ক হয়ে জাতিকে না জানিয়ে এমন কাজ করার তীব্র নিন্দা জানাই ৷ 'মার্চ টু কুমিল্লা' হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রুদ্ধদ্বার বৈঠক চলছে।

তবে সত্যি বিয়ে করেছেন কিনা এ বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ভাই গতকাল (শুক্রবার) রাতে এশার নামাজের পরে তার নিজ এলাকার এক মসজিদে বিয়ে করেছেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS