ভিডিও

জুলাই-আগস্ট গণহত্যার বিচারে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৪, ০৬:৫০ বিকাল
আপডেট: অক্টোবর ১৫, ২০২৪, ১০:০৭ রাত
আমাদেরকে ফলো করুন

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, জুলাই-আগস্ট গণহত্যার বিচারে সরকার বদ্ধপরিকর। সবগুলো অভিযোগের চুলচেরা বিশ্লেষণ করে সুবিচার নিশ্চিত করবে প্রসিকিউশন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভবন পরিদর্শনে এসে তিনি বিচার শুরুর বিষয়ে কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, ১ নভেম্বর থেকে ট্রাইব্যুনালের মূল ভবনে বিচারকাজ শুরু হবে। আর ট্রাইব্যুনালের বিচার হবে, সুবিচার। যাতে সবপক্ষেরই সন্তোষ থাকে।
 
এরআগে, সোমবার (১৪ অক্টোবর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেছিলেন, ট্রাইব্যুনালে ১৫ জুলাই থেকে ৫ আগস্টের হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের বিচার অগ্রাধিকার দেয়া হবে। এক্ষেত্রে বিচারে শেখ হাসিনা দোষী সাব্যস্ত হলে এবং তখন তিনি ভারতে অবস্থান করলে বন্দিবিনিময় চুক্তি অনুযায়ী ফিরিয়ে আনার আবেদন করা হবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS