ভিডিও বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হলেন সালাহউদ্দিন নোমান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হলেন সালাহউদ্দিন নোমান, ছবি: সংগৃহীত

জাতিসংঘ সদরদপ্তরে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসেবে সালাহউদ্দিন নোমান চৌধুরীকে নিয়োগ দেয়া হয়েছে। তিনি নেপালে রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন। রোববার (২০ অক্টোবর) এ বিষয়ক আদেশ জারি করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আদেশে সেখানে বলা হয়েছে, পূনরাদেশ না দেয়া পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করবেন তিনি। এরফলে, ২ বছরের বেশি সময় ধরে নিউইয়র্কে স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করে আসা মোহাম্মদ আব্দুল মুহিতের স্থলাভিষিক্ত হচ্ছেন, সালাহউদ্দীন নোমান। ডিসেম্বরে অবসরে যাচ্ছেন রাষ্ট্রদূত মুহিত।

আরও পড়ুন

এদিকে সৌদি আরবের জেদ্দায় ইসলামি সহযোগী সংস্থা- ওআইসিতে স্থায়ী মিশন চালু করতে যাচ্ছে বাংলাদেশ। সেখানে ওআইসির স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে পেশাদার কূটনীতিক এম জে এইচ জাবেদকে নিয়োগ দেয়া হয়েছে। এরইমধ্যে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ফলে তিনিই হবেন ওআইসিতে বাংলাদেশের স্থায়ী মিশনের প্রথম রাষ্ট্রদূত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগ করতে পারেন ফারুক,আলোচনায় আমিনুল

পুশইনে ব্যর্থ হয়ে ককটেল ফাটিয়ে ফিরে গেল বিএসএফ

শক্তিশালী বৃষ্টিবলয়ের আওতায় দেশ

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: ড. মুহাম্মদ ইউনূস

পাকিস্তানের কাছে হারলো বাংলাদেশ দল

বাংলাদেশকে ২০২ রানের লক্ষ্য দিলো পাকিস্তান