ভিডিও বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

উপদেষ্টা নাহিদ ইসলাম

৫ আগস্ট বিজয় অর্জন না হলে সশস্ত্র সংগ্রামের ভিডিও বার্তা দিয়ে রেখেছিলাম

সংগৃহীত,৫ আগস্ট বিজয় অর্জন না হলে সশস্ত্র সংগ্রামের ভিডিও বার্তা দিয়ে রেখেছিলাম

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার গণহত্যা চালালে এবং বিজয় অর্জন না হলে সশস্ত্র সংগ্রামের ভিডিও বার্তা দিয়ে রেখেছিলেন বলে জানিয়েছেন উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। যিনি গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অন্যতম সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গণঅভ্যুত্থানে শহীদ নাসিব হাসান রিয়ানের স্মরণে দোয়া ও আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন। নাহিদ ইসলাম বর্তমানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।

নাহিদ ইসলাম বলেন, ‘৫ আগস্ট অর্থাৎ ৩৬ জুলাই আমরা একটা ভিডিও করে বের হয়েছিলাম, ভিডিওতে আমি বলেছিলাম যে, আজ যদি কোনো গণহত্যা হয় বা ম্যাসাকার হয়, তাহলে আমাদের সশস্ত্র সংগ্রামের আহ্বান থাকবে। আমরা ফিরে নাও আসতে পারি আপনারা লড়াই চালিয়ে যাবেন। একটা ভিডিও করে আমি কিছু সাংবাদিককে দিয়ে এসেছিলাম। যদি আজ আমি না ফিরি, আজ আমাদের বিজয় অর্জন না হয়, তাহলে এটাই আমাদের শেষ বার্তা। আমরা প্রত্যেকেই মৃত্যুর জন্য প্রস্তুত ছিলাম এবং এখনো আছি।’

‘ওই সময় সবাই শহীদ হওয়ার জন্য প্রস্তুত ছিল। নাসিব ফেসবুকে ঘোষণা দিয়ে রাস্তায় নেমেছিল, বাসায় বলে নেমেছে যে, আজ আমার মৃত্যু হতে পারে। যারা আমরা মাঠে ছিলাম এটা আমাদের প্রত্যেকের বাস্তবতা ছিল।’

অবহেলার কারণে গণঅভ্যুত্থানে আহত ও তাদের পরিবারের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘আমি হাসপাতালে গিয়েছি, অনেকের সঙ্গে কথা বলেছি। যারা আহত হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছে তাদের এখন অনেকে বলছে, আন্দোলনে কেন গিয়েছিলে গিয়েছো বলে এই অবস্থা। আমি জানি না কোন ধরনের অমানবিক মানুষ এই কথাগুলো বলতে পারে। তারা আন্দোলনে গিয়েছিল বলে আজ আমরা এখানে বসে কথা বলতে পারছি।’


তিনি বলেন, ‘হ্যাঁ, এ সরকারের প্রতি অনেক প্রত্যাশা, সরকার হয়তো সব প্রত্যাশা পূরণ করতে পারছে না। আড়াই মাস, তিন মাসে সবাই সরকারের ওপর দাবি-দাওয়া চাপিয়ে দিচ্ছে। কিন্তু আমরা যে ১৬ বছরের স্বৈরতন্ত্র থেকে, ফ্যাসিজম থেকে মুক্তি পেয়েছি এবং সম্ভাবনার কথা বলতে পারছি- এটাই তো আমাদের জন্য একটা বড় অর্জন। এটা সম্ভব হয়েছে এই মানুষগুলো রাস্তায় নেমেছিল বলে। গুলির সামনে তাদের বুক পেতে দিয়েছিল।’

আরও পড়ুন

নাহিদ ইসলাম বলেন, একটা মর্যাদাভিত্তিক, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য একটা আকাঙ্ক্ষা আমাদের আছে। সারাদেশের মানুষের আছে। সেটার জন্য আমরা সবাই একসঙ্গে কাজ করবো।

শহীদদের পরিবার এবং আহতদের প্রতি আমাদের সমবেদনাটা, কৃতজ্ঞতাটা যেন সবসময় থাকে জানিয়ে তিনি বলেন, আন্দোলনে এমনকি অনেক আওয়ামী পরিবারের সন্তান অংশগ্রহণ করেছে। তাই এই আন্দোলনে অনেক ধরনের ডাইমেনশন আছে। হয়তো আমরা এখনো সেগুলো আবিষ্কার করতে পারিনি।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমরাহ পালনকারীদের জন্য সুখবর দিল মক্কা নগরী কর্তৃপক্ষ

টাঙ্গাইলে ডাকাত দলের গ্রেপ্তার ৪ সদস্য

ভারত’ নতুন রাষ্ট্র বানাতে চায় বাংলাদেশ কেটে,

কেএফসি এখন রাজশাহী ও কুমিল্লা তে

৮.৯ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা শ্রীমঙ্গলে

অবৈধভাবে বসবাসরত বিদেশিদের সময় বেঁধে দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়