ভিডিও

মানুষের কষ্ট হয় এমন সিদ্ধান্ত সরকার নেবে না : অর্থ উপদেষ্টা

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৪, ০২:১২ দুপুর
আপডেট: অক্টোবর ৩০, ২০২৪, ০৬:১০ বিকাল
আমাদেরকে ফলো করুন

আসন্ন রমজান মাসে নিত্যপণ্যের যাতে কোনও ঘাটতি না হয়, সে ব্যাপারে সরকার সতর্ক আছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। এজন্য তেল, চাল, ডাল, তেল ও ছোলাসহ মানুষের প্রয়োজনীয় বিভিন্ন পণ্য আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আজ বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা বৈঠকের পরে ব্রিফিং এ সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, ‘কোনোভাবেই অত্যাবশ্যকীয় পণ্যের দাম বাড়তে দেওয়া যাবে না। মানুষের কষ্ট হয় এমন সিদ্ধান্ত সরকার নেবে না। পণ্যের ঘাটতি যাতে না হয়, সে ব্যাপারে সরকার সতর্ক আছে।’ উপদেষ্টা বলেন, ‘রোজা সামনে রেখে খেজুরের আমদানি বাড়ানো হবে। আমদানি করা হবে তেল, চাল, ডাল, তেল ও ছোলাসহ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্য। এসব পণ্য আমদানি করতে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS