উন্নত যোগাযোগ ব্যবস্থা ও গ্যাস সরবরাহ না থাকায় রংপুর পিছিয়ে: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: জানুয়ারী ২৩, ২০২৩, ০৬:৪৯ বিকাল
আপডেট: জানুয়ারী ২৩, ২০২৩, ০৬:৪৯ বিকাল
আমাদেরকে ফলো করুন

উন্নত যোগাযোগ ব্যবস্থা ও গ্যাস সরবরাহ না থাকায় রংপুর অঞ্চল পিছিয়ে ছিল বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি । তিনি বলেন, আগামীতে এ অবস্থা থাকবে না।

সোমবার (২৩ জানুয়ারি) রংপুরের পীরগাছা উপজেলা হল রুমে আওয়ামী লীগের পীরগাছা শাখার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এসব বলেন তিনি। 
টিপু মুনশি বলেন, রংপুর অঞ্চল ব্যবসা-বাণিজ্যের জন্য খুবই সম্ভাবনাময়। উন্নত যোগাযোগ ব্যবস্থা ও গ্যাস সরবরাহ না থাকায় এ অঞ্চল অনেক পিছিয়ে ছিল। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে ঢাকা-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীত হওয়ার কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। আগামী অল্প দিনের মধ্যে রংপুরে গ্যাস সরবরাহ লাইনের কাজ শেষ হবে। আমাদের দক্ষ জনশক্তি আছে, উপযুক্ত পরিবেশ আছে। এখানে শিল্প কলকারখানা স্থাপনে আর কোনো বাধা থাকবে না।

বাণিজ্যমন্ত্রী বলেন, শিল্প কলকারখানা স্থাপনের ভালো পরিবেশ থাকার কারণে দেশের বড় বড় কোম্পানি ও বিনিয়োগকারীগণ যোগাযোগ শুরু করেছেন। কারখানা স্থাপনের জন্য স্থান পরিদর্শন করছেন। রংপুর অঞ্চলে শিল্প-কলকারখানা স্থাপন করলে বিনিয়োগকারীগণ লাভবান হবেন।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়