এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না: হিরো আলম (ভিডিও সহ)

প্রকাশিত: ফেব্রুয়ারি ০২, ২০২৩, ০৭:৩৯ বিকাল
আপডেট: ফেব্রুয়ারি ০২, ২০২৩, ০৭:৪৬ বিকাল
আমাদেরকে ফলো করুন

হিরো আলম দাবি করেন, এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন আশাই করা যায় না। কারণ তারা আমার মতো লোকের সাথে ভোট করতে ভয় পায়। ফেয়ার নির্বাচন করতে সামান্য এক হিরো আলমকে দেখে ভয় পায়! এতেই বোঝা যাচ্ছে কতটা দুর্বল এরা।

বগুড়া-৪ আসনের উপনির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগে আদালতে যাচ্ছেন বহুল আলোচিত প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। এ জন্য তিনি বৃহস্পতিবার বিকেলে বগুড়া জেলা নির্বাচন কার্যালয়ে ওই আসনের ফলাফলের তালিকা সংগ্রহ করেছেন। 

এ সময় তিনি সাংবাদিকদের জানান,‘নির্বাচন সুষ্ঠু হলেও ফলাফল সুষ্ঠু হয়নি। কারণ এমন কোনো কেন্দ্র নেই যেখান থেকে পাসের খবর পাইনি। কেন্দ্রে আমাদের যেসব এজেন্ট ছিল এলাকার লোক ছিল সবাই বলেছে আমি পাস করেছি। কিন্তু যখন রেজাল্ট হলো তখন এসে আমি পাস করলাম না কেন? 

সরাসরি কেন হাইকোর্টে যাবেন জানতে চাইলে হিরো আলম বলেন, ‘নির্বাচন কমিশনের যারা আছে তাদের ওপরে আমার কোনো আস্থাই নেই। প্রতিটি ক্ষেত্রেই তাদের ওপর থেকে বিশ্বাস হারিয়ে গেছে। আমি দু'বার নির্বাচনে দাঁড়ালাম, দুই বারই তারা প্রার্থিতা বাতিল করল। আমি হাইকোর্ট থেকে রায় নিয়ে এলাম। এবার এত সুন্দর পরিবেশে ভোট হয়েছে, এলাকার সবাই বলছে আমাকে ভোট দিয়েছে; তাহলে আমার সেই ভোট গেল কোথায়? তিনি প্রশ্ন তোলেন, যে মশালের কোনো নামগন্ধই ছিল না, সেই মশাল কোত্থেকে ধাম করে চলে এলো?

ভোটের রেজাল্ট ঘোষণার আগেই সেখানে এক আওয়ামী লীগের নেতা বলেছেন, চিন্তা-ভাবনার কোনো কারণ নেই, মশাল পাস। খালি আনুষ্ঠানিক ঘোষণা বাকি। আমরা রেজাল্ট জানলামই না, উনি আগেই ডিক্লার দিয়ে দিলেন! নন্দীগ্রামে গণনা শেষই হয়নি, এরই মধ্যে দেখি বগুড়া থেকে ঘোষণা দিয়েছে মশাল মার্কা পাস! এরা কী করে জানল যে মশাল আগে থেকেই পাস? তাহলে আগে থেকেই চক্রান্ত ছিল।’ 


হিরো আলম অভিযোগ করে বলেন, ‘ইভিএমের ভোটেও কারচুপি হয়। আমার খালা ভোট দিতে গিয়ে একতারায় টিপ দিছে আর নৌকা মার্কা ভেসে উঠছে। এই কথা অনেকেই বলছে, মারে একতারাত যায় নৌকাত। এই সিস্টেম করা যায়।’ 

ভোটের সময় এই অভিযোগ না তোলার বিষয়ে হিরো আলম বলেন, ‘সাক্ষী-প্রমাণ ছাড়া তো কোনো কথা বলা যায় না। আজকে যখন আমার খালা এসে বলেছে তখনই বিশ্বাস করেছি।’ 

এই রকম নির্বাচনের পরিবেশ থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়ানোর কোনো প্রশ্নই ওঠে না বলে জানান হিরো আলম।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়