বান্দরবানে ৫ জঙ্গি আটক

প্রকাশিত: ফেব্রুয়ারি ০৭, ২০২৩, ০৮:০৩ রাত
আপডেট: ফেব্রুয়ারি ০৮, ২০২৩, ০৮:৩৩ সকাল
আমাদেরকে ফলো করুন

বান্দরবানে ৫ জঙ্গি আটক করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। অভিযানে র‌্যাবের নয় সদস্য আহত হয়েছেন। 
মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ অভিযানের মধ্যেই বেলা ৩টার দিকে থানচি উপজেলার পাহাড়ি এলাকায় পুলিশের এই এলিট বাহিনীর প্রধান এম খোরশেদ হাসান এ তথ্য জানান।  

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পাহাড়ে জঙ্গিদের সঙ্গে গোলাগুলি চলছে। র‌্যাবপ্রধান বলেন, জঙ্গিদের অক্ষত অবস্থায় ধরতে তারা সময় নিচ্ছেন।

থানচির-লিক্রি সীমান্ত সড়কে তমা-তুঙ্গী পর্যটন স্পট এলাকায় সাংবাদিকদের সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি বলেন, “জঙ্গিদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের মধ্যেই আমরা জানতে পারি, জঙ্গিরা এখানে জড়ো হচ্ছে। ২৮ জানুয়ারি তারা আমাদের একটি টহল দলের উপর অ্যামবুশ করে। আমরা জানতে পারি, তারা রেমাক্রি ব্রিজ ক্রস করবে। এ তথ্যের ভিত্তিতেই আমাদের দল সেখানে অবস্থান নেয়।”

“আজ সকালে যখন তারা পার হচ্ছিল র‌্যাবের ছয়টি টহল দলের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। উভয় পক্ষের গুলি বিনিময় চলেছে, থেমে থেমে, এখনও চলছে। অভিযান এখনও শেষ হয়নি।”

র‌্যাবপ্রধান আরও বলেন, “আমরা যেটা করছি, যাতে ক্যাজুয়ালিটি না হয়, জঙ্গি হোক বা আমাদের যারা এখানে অভিযানে রয়েছে; সেজন্য আমরা একটু কালক্ষেপণ করছি। ওরা ফায়ার করতে করতে একপর্যায়ে যখন ওদের গোলাবারুদ শেষ হবে তখন আমরা চেষ্টা করব তাদের অক্ষত অবস্থায় ধরতে।”

ব্রিফিংয়ে র‌্যাবের গোয়েন্দা বিভাগের প্রধান মশিউর রহমান, আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৩ জানুয়ারি নতুন জঙ্গি সংগঠন জামায়তুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার শীর্ষ পর্যায়ের দুই নেতাকে গোলাবারুদসহ কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তারের খবর জানায় র‌্যাব। সেদিনও রোহিঙ্গা ক্যাম্পের বাইরে র‌্যাবের সঙ্গে জঙ্গিদের গোলাগুলি হয়েছিল।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়