মেয়ের ভিক্ষার টাকায় জুয়া খেলতেন মা!

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৩, ১১:২৮ রাত
আপডেট: মার্চ ১৫, ২০২৩, ০৫:৪৭ বিকাল
আমাদেরকে ফলো করুন

মেয়েকে দিয়ে ভিক্ষা করাতেন। সেই টাকায় খেলতেন জুয়া। এমনকি মেয়ের পা আগুন দিয়ে পুড়িয়ে দিতেন যেন টাকা বেশী পায়।

টাকার লোভে একসময় মেয়েকে কাজের জন্য একটি বাড়িতে দেন হোসনে আরা। পরে ওই বাড়ির লোকজনের বিরুদ্ধে করেন অপহরণ মামলা। সেই মামলার তদন্তে নেমে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) উন্মোচন করে মূল ঘটনা।

পিবিআইয়ের দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে আদালতে নির্দেশে মামলা হয়। মামলায় আসামি করা হয় হোসনে আরাকে। রোববার (১২ মার্চ) দিবাগত রাতে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার প্রবত্তক মোড়ের বদনাশাহ মাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।জুয়া খেলার ঘটনায় হোসনে আরা বেগমকে (৩৮) গ্রেপ্তার করেছে পিবিআই চট্টগ্রাম মেট্রো।

আজ মঙ্গলবার দুপুরে পিবিআই প্রধান অ্যাডিশনাল আইজিপি বনজ কুমার মজুমদার এ তথ্য জানিয়েছেন।

পিবিআই প্রধান জানান, গত রবিবার রাতে চট্টগ্রামের পাঁচলাইশ মডেল থানাধীন বদনাশাহ মাজার এলাকা থেকে হোসনে আরা বেগমকে গ্রেপ্তার করা হয়। তিনি নিজের শিশু সন্তানের পায়ে পলিথিন মুড়িয়ে আগুন ধরিয়ে দিতেন। সেই পোড়ার ক্ষত দেখিয়ে মেয়েকে দিয়ে মানুষের কাছ থেকে ভিক্ষা করে টাকা সংগ্রহ করতেন। সেই টাকায় জুয়ার আখড়ায় লুডু খেলতেন।

বনজ কুমার জানান, হোসনে আরা বেগম মানুষের সহানুভূতি আদায়ের জন্য তার সন্তানের শরীরে বিভিন্ন আঘাতের সৃষ্টি করেন। এর মাধ্যমে প্রাপ্ত টাকা দিয়ে তিনি জুয়া তথা ছক্কা খেলতেন। এ ছাড়া নিজের মেয়ে রাশেদা আকতারকে গৃহকর্মীর কাজ দিয়ে গৃহকর্তার বিরুদ্ধে হয়রানির মিথ্যা মামলা দিতেন।

হোসনে আরা বেগমকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রামে সোপর্দ করা হয়েছে বলে জানান পিবিআই প্রধান। 

 

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়