সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেনের জামিন, বাধা নেই কারামুক্তিতে
প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত। এই মামলায় জামিন পাওয়ায় কারামুক্তিতে আর কোনও বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।
আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত ১০ হাজার টাকার মুচলেকায় এই আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ জামিনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সব কয়েকটি মামলায় জামিন পাওয়ায় কারামুক্তিতে আর কোনও বাধা নেই।
আরও পড়ুনউল্লেখ্য, গত ৪ নভেম্বর ভোরে রাজধানীর উত্তরা থেকে আলতাফ হোসেন চৌধুরীকে প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতা মামলার আসামি হিসেবে টঙ্গী এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে আটক করা হয়। পরে গত ৫ নভেম্বর আলতাফ হোসেন চৌধুরীর জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।
মন্তব্য করুন