ভিডিও

প্রথম দুই ঘণ্টায় গড়ে ভোট পড়েছে ৭ শতাংশ

প্রকাশিত: মে ২১, ২০২৪, ০১:২৫ দুপুর
আপডেট: মে ২১, ২০২৪, ০২:৪১ দুপুর
আমাদেরকে ফলো করুন

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৫৬টি উপজেলায় ভোটগ্রহণ চলছে। নির্বাচন কমিশন অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, সকাল ৮টা তেকে ১০টা পর্যন্ত ভোট শুরুর প্রথম দুই ঘণ্টায় বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, অঞ্চলভেদে গড়ে ৭ শতাংশ ভোট পড়েছে।

সকাল ১১টার দিকে অশোক কুমার দেবনাথ এ তথ্য জানিয়ে বলেন, এই ধাপের ১৫৬ উপজেলায় সকাল ৮টায় সুষ্ঠুভাবে ভোট শুরু হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার ঘটনা ঘটেনি। তবে সিরাজগঞ্জ সদর উপজেলায় ভোটের আগের রাতে এক আনসার সদস্য শারিরীক অসুস্থতায় হার্ট অ্যাটাক করে মারা যায়। অশোক কুমার আরও বলেন, ভোট শুরু হয়েছে মাত্র দুই ঘণ্টা হয়েছে। বিভিন্ন জেলার প্রাপ্ত তথ্য পাওয়া পর্যন্ত একেক অঞ্চলে বিভিন্ন হারে ভোট পড়ছে। কোথাও বেশি, কোথাও কম। তবে বেলা বাড়ার সঙ্গে এই হার আরও বাড়বে। প্রথম ধাপের প্রথম দুই ঘণ্টাতেও একই হারে ভোট পড়েছিল বলে ইসি থেকে জানানো হয়েছিল।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS