ব্যাংক-কোম্পানির কর্মকর্তা-কর্মচারীগণের বহিঃবাংলাদেশ ভ্রমণ সীমিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ এ বিষয়ে একটি সার্কুলার জারি করে দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এতে বলা হয়েছে, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীগণের ব্যক্তিগত বহিঃবাংলাদেশ ভ্রমণসহ প্রশিক্ষণ/সভা/সেমিনার/ওয়ার্কশপ/স্টাডি ট্যুরে অংশগ্রহণের জন্য বহিঃবাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ইতিপূর্বে বহিঃবাংলাদেশ ভ্রমণে আরোপিত নিষেধাজ্ঞা কতিপয় ক্ষেত্রে শিথিল করা হয়। এখন এ মর্মে নির্দেশনা প্রদান করা যাচ্ছে যে, ব্যাংক-কোম্পানির অর্থায়নে প্রশিক্ষণ/সেমিনার/ওয়ার্কশপ/স্টাডি ট্যুরে অংশগ্রহণের জন্য ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীগণের বহিঃবাংলাদেশ ভ্রমণ বন্ধ থাকবে।
তবে, ব্যাংকের বহিঃবাংলাদেশ ভ্রমণ সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী স্বীয় ব্যাংকের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে কর্মকর্তা-কর্মচারীগণ নিম্নোক্ত ক্ষেত্রে বহিঃবাংলাদেশ ভ্রমণ করতে পারবেন-
(ক) নিজস্ব অর্থায়নে বিশেষ প্রয়োজনে ব্যক্তিগত উদ্দেশ্যে, পবিত্র হজ পালন ও বিশেষজ্ঞ চিকিৎসকের সুপারিশ থাকা সাপেক্ষে জরুরি চিকিৎসা গ্রহণ;
(খ) ব্যাংকে কর্মরত বিদেশী নাগরিকের নিজ দেশে গমন;
(গ) বিদেশী ব্যাংকের বাংলাদেশ শাখায় কর্মরত কর্মকর্তাদের প্রধান কার্যালয়ে গমন;
(ঘ) বিদেশ প্রতিসংগী ব্যাংকের সঙ্গে ব্যবসায়িক সভায় অংশগ্রহণসহ দাপ্তরিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এরূপ সভায় অংশগ্রহণ; এবং
(ঙ) বিদেশী আয়োজক সংস্থার সম্পূর্ণ অর্থায়নে পরিচালিত প্রশিক্ষণ/সেমিনার/ওয়ার্কশপ/স্টাডি ট্যুরে অংশগ্রহণ। এতদ্ব্যতীত, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তার বহিঃবাংলাদেশ ভ্রমণ বিষয়ে প্রযোজ্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।