ভিডিও শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

ঈদের আগে বাড়লো সোনার দাম

ছবি সংগৃহীত

দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৭৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৬ হাজার ৯৫৪ টাকা। বুধবার (১২ জুন) থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মঙ্গলবার (১১ জুন) ভালো মানের প্রতি ভরি সোনা বিক্রি হয়েছে ১ লাখ ১৫ হাজার ৮৮১ টাকা করে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) মূল্য বাড়ার পরিপ্রেক্ষিতে সোনার দাম বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ১৬ হাজার ৯৫৪ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরির দাম ১ লাখ ১১ হাজার ৬৩৬ টাকা, ১৮ ক্যারেট ৯৫ হাজার ৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ৭৯ হাজার ১১৬ টাকায় বিক্রি করা হবে।

আরও পড়ুন

উল্লেখ্য, বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এর আগে গত রবিবার (৯ জুন) দেশের বাজারে সোনার দাম কমিয়েছিল। ওই দিন বাজুস সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ২৯৫ টাকা কমিয়ে নির্ধারণ করেছিল ১ লাখ ১৫ হাজার ৮৮১ টাকা।

এদিকে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেট প্রতি ভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেট ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উখিয়ার ক্যাম্পে রোহিঙ্গা শিক্ষার্থীদের কথা শুনলেন জাতিসংঘ মহাসচিব

রমজানে বাড়ে কর্মজীবী নারীদের ব্যস্ততা

দুর্নীতির দায়ে অ আওয়ামী লীগ নেতার ১১বছরের জেল জরিমানা

রোজা অবস্থায় কি ইনহেলার ব্যবহার করা যাবে?

গ্রিনল্যান্ডের দখল আমাদের লাগবেই: ট্রাম্প

আওয়ামী লীগের বিচারহীনতার সংস্কৃতির রেশে ধর্ষণের মতো অপরাধ ঘটছে: রিজভী