ভিডিও রবিবার, ১০ নভেম্বর ২০২৪

গাজীপুরে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

গাজীপুরে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, ছবি: সংগৃহীত

মফস্বল ডেস্ক : গাজীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। উভয়পক্ষই স্থানীয় বিএনপি’র রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। শুক্রবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উত্তর ছায়াবীথি এলাকায় এ ঘটনা ঘটে। এতে ফাহিম নামের এক যুবক নিহত হন। 

এলাকাবাসী জানান, গাজীপুর মহানগরীর সদর থানার সাহাপাড়া এলাকার সৌরভ গ্রুপের সঙ্গে একই থানার বরুদা এলাকার হিমেল-সাগর গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় হিমেল গ্রুপের ২-৩ জন দেশীয় অস্ত্র নিয়ে সৌরভ গ্রুপের ফাহিমকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। স্থানীয়রা আহত ফাহিমকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর জোনের সহকারী কমিশনার মাকসুদুর রহমান জানান, এলাকার আধিপত্য নিয়ে দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উভয়পক্ষের হামলা ও সংঘর্ষে একজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সিনিয়র’ খেলোয়াড় নেই মানসিকতা থেকে বের হতে বললেন শান্ত

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আপিল শুনানি শেষ 

দেখা না দিলে বন্ধু, কথা কইয়ো না 

হাসিনাসহ পলাতকদের ফেরাতে রেড নোটিশ জারি করছে সরকার

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, ২০ কিলোমিটার যানজট

সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন