ভিডিও বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

পদত্যাগ করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার

পদত্যাগ করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার

রাজশাহী প্রতিনিধি : পদত্যাগ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রেজিস্ট্রার অধ্যাপক ড. তারিকুল হাসান। পদত্যাগ করতে তাকে সময়সীমা বেঁধে দিয়েছিলেন শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন উপাচার্য দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার নারায়ণ চন্দ্র বর্মণ। তিনি বলেন, আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় ব্যক্তিগত কারণ দেখিয়ে উপাচার্য দপ্তর বরাবর পদত্যাগপত্র জমা দেন রেজিস্ট্রার তারিকুল হাসান।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. অবাইদুর রহমান প্রামাণিক বলেন, এখনও পদত্যাগপত্র হাতে পাইনি। তবে তিনি পদত্যাগ করেছেন শুনেছি। শিক্ষার্থীরা জানান, ক্লাস চালুর বিষয়ে এক সপ্তাহেরও বেশি সময় ধরে চেষ্টা করেও রাবি সমন্বয়করা রেজিস্ট্রারকে ফোনে পাননি।

আরও পড়ুন

বিশ্ববিদ্যালয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষকদের সাথে যোগাযোগ করে জানা যায়, এর আগে বেশকিছু গুরুত্বপূর্ণ নথিপত্রে সই করার অভিযোগ উঠেছিল রেজিস্ট্রারের বিরুদ্ধে। এ জন্য আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টার মধ্যে তাকে পদত্যাগের জন্য আলটিমেটাম দেয় রাবির সমন্বয়ক পরিষদ। সকাল ১০টার দিকে পদত্যাগ করেন রেজিস্ট্রার অধ্যাপক তারিকুল হাসান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুরি হওয়া অর্থ দেশে ফেরাতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সিএ প্রেস উইং

অব্যাহতিপ্রাপ্ত এসআইদের নেতৃত্বে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা

কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা

মৃদু শৈত্যপ্রবাহ বইছে পঞ্চগড়ে, মানুষ দুর্ভোগে

খালাস পেলেন খালেদা জিয়া

সেন্টমার্টিনের ৩টি ইকো রিসোর্টে অগ্নিকাণ্ড