বগুড়ার কাহালুতে বসতবাড়ির সীমানা প্রাচীর ভেঙে রাস্তা তৈরির অভিযোগ
কাহালু (বগুড়া) প্রতিনিধি : বসতবাড়ির সীমানা প্রাচীর ভেঙে জোরপূর্বক রাস্তা তৈরির প্রতিবাদে বগুড়ার কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের শিকড় খামারপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. ওবায়দুর রহমান সংবাদ সম্মেলন করেছেন।
আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে কাহালু উপজেলা সাংবাদিক ফোরাম কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, শিকড় খামারপাড়া গ্রামের কিছু ব্যক্তি আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮টার দিকে রাস্তা তৈরির জন্য জোরপূর্বক তাদের বসতবাড়ির সীমানা প্রাচীর ভেঙে ফেলাসহ তাদের ওপর চড়াও হয়ে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন।
আরও পড়ুনএ ঘটনায় তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। এ বিষয়ে ওবায়দুর রহমান স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওবায়দুর রহমানের বড় ভাই ওয়াজেদ আলী ও ছোট ভাই আব্দুল ওহাব।
মন্তব্য করুন