ভিডিও বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

নাটোরে-১ আসনের সাবেক এমপি বকুলের সম্পদ তদন্তে দুদক দেশত্যাগে নিষেধাজ্ঞা

ফাইল ছবি : নাটোরে-১ আসনের সাবেক এমপি বকুলের সম্পদ তদন্তে দুদক দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : নাটোর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম বকুলের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্ত শুরুর পর গতকাল সোমবার দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে নাটোর-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন শহিদুল ইসলাম বকুল। ২০২৩ সালে জাতীয় নির্বাচনে পুনরায় আওয়ামী লীগ মনোনিত দলীয় প্রার্থী হলেও নির্বাচনে পরাজিত হন তিনি। এমপি থাকাকালীন বিভিন্ন অনিয়মের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে শহিদুল ইসলাম বকুলের বিরুদ্ধে।

ক্ষমতায় থাকা পাঁচ বছরে গড়ে তোলেন বিপুল সম্পদের পাহাড়। অস্বাভাবিক হারে বৃদ্ধি পায় বকুলের সম্পদ।
২০১৮ ও ২০২৩ সালের নির্বাচনী হলফনামায় দেখা যায়, ২০১৮ সালে শহিদুল ইসলাম বকুলের সম্পদ ছিল ৯ লাখ ৬৯ হাজার টাকার। ২০২৩ সালে প্রায় ২৪ গুণ বেড়ে সম্পদের পরিমাণ দাঁড়ায় ২ কোটি ৪১ লাখ ৭৪ হাজার ৬২৬ টাকা।

২০১৮ সালের হলফনামায় শহিদুল ইসলাম বকুলের বার্ষিক আয় ছিল ২ লাখ ৬৫ হাজার টাকা, ২০২৩ যা বেড়ে হয় ১ কোটি ৭ লাখ ৫৪৮ টাকা। এছাড়া ২০১৮ সালে তার স্ত্রীর নামে কোনো আয় না থাকলেও ২০২৩ সালে স্ত্রীর নামে আয় দেখানো হয় ১০ লাখ ৭ হাজার ১৫৫ টাকা। অন্যান্য সম্পদের পাশাপাশি এমপি হয়ে ১ কোটি ৩৯ লাখ ৫০ হাজার টাকা মূল্যের দুটি হার্ড জিপগাড়ির মালিক হন শহিদুল ইসলাম বকুল।

আরও পড়ুন

দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) শহিদুল ইসলাম বকুলসহ সংসদ সদস্য প্রার্থীদের আয় ও সম্পদ বৃদ্ধির চিত্র তুলে ধরে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর গবেষণার ওপর ভিত্তি করে ১৮ আগস্ট (রোববার) শহিদুল ইসলাম বকুলসহ আওয়ামী লীগের ৪১ মন্ত্রী-এমপির অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের তদন্ত চান সুপ্রিম কোর্টের আইনজীবী এম সারওয়ার হোসেন।

১৯ আগস্ট (সোমবার) দুদকের প্রধান কার্যালয়ে পূর্ণাঙ্গ কমিশন সভায় অভিযুক্ত আওয়ামী এমপি-মন্ত্রীদের দুর্নীতির অভিযোগ তদন্তের সিদ্ধান্ত হয়। তদন্ত শুরুর পর গতকাল সোমবার দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে শহিদুল ইসলাম বকুলসহ আওয়ামী লীগের ৮ সাবেক এমপি ও ১৮ মন্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের পীরগাছায় বেড়েছে গরু চুরি রাতে গোয়ালঘর পাহারা

দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

কুমিল্লায় শিশু ধর্ষণের পর হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

বগুড়ার ধুনটে আগুনে গবাদিপশুর মৃত্যু, গৃহকর্তা দগ্ধ

ঠাকুরগাঁও সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

সংবিধান সংস্কার কমিশনের সুপারিশে দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার প্রস্তাব