নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
নিউজ ডেস্ক: নোয়াখালী পৌরসভার ৫নং ওয়ার্ডে বিদ্যুৎস্পৃষ্টে আজিজুর রহমান তুহিন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। তুহিন একই ওয়ার্ডের মহসিনের ছেলে।
তুহিনের চাচা শাকিল আহমেদ বলেন, মঙ্গলবার রাতে বিএম ট্রেডার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ চলে যায়। লাইন সচল করতে তারা তুহিনকে খবর দেয়। সেখানে গিয়ে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় তুহিন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন৫নং ওয়ার্ডের কাউন্সিলর রতন কৃষ্ণ পাল বলেন, তুহিনকে বিয়ে করানোর জন্য পরিবারের পক্ষ থেকে পাত্রী দেখা হচ্ছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন