ভিডিও বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

বগুড়ার মোকামতলায় মহাসড়কে সারিবদ্ধ দোকানপাট, সৃষ্টি হচ্ছে যানজট

বগুড়ার মোকামতলায় মহাসড়কে সারিবদ্ধ দোকানপাট, সৃষ্টি হচ্ছে যানজট, প্রতীকী ছবি

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার মোকামতলায় মহাসড়ক দখল করে বিভিন্ন ফলের দোকানসহ বিভিন্ন পণ্যের দোকান গড়ে তোলা হয়েছে। এতে করে ওই সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে এবং পথচারীদের চলাচলের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

দেখা গেছে, ঢাকা-রংপুর মহাসড়কটির মোকামতলা বাসস্ট্যান্ড এলাকায় এসব দোকান গড়ে তোলা হয়েছে। চার লেনের সড়কের পূর্বপাশে সড়কটিতে সারিবদ্ধভাবে ২৮ থেকে ৩০টি দোকান গড়ে তোলা হয়েছে। এসব দোকন দিয়ে সড়কটির অর্ধেক অংশ দখল করা হয়েছে। আর বাকি অংশ দিয়ে যানবাহন চলাচলের সময় যানজটের সৃষ্টি হচ্ছে।

আরও পড়ুন

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোরশেদুল ইসলাম বলেন, এসব দোকান আগে সড়কের অন্য পাশে কাঁচাসড়কে ছিল। ওই কাঁচাসড়কে বর্তমানে ড্রেন নির্মাণের কাজ চলছে। তাই হয়তো এখন তারা পাকা সড়কের ওপর দোকান করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার কমিশন জমা দিয়েছে সংস্কার প্রস্তাব

নবজাতকের কান্না মাটির নিচ থেকে ভেসে আসছিল, কাটা হয়নি নাড়িও

এগিয়ে থেকেও ম্যানচেস্টার সিটির অবিশ্বাস্য ড্র 

অব্যাহতিপ্রাপ্ত এসআইদের সরিয়ে দেওয়া হয়েছে

নারায়ণগঞ্জে দুটি কারখানায় আগুন 

কুকুর পরিচালনা শিখতে বিদেশ যাচ্ছেন পুলিশ কর্তারা