ঝালকাঠিতে মোটরসাইকেলের ধাক্কায় ১ নিহত
নিউজ ডেস্ক: ঝালকাঠির নলছিটি উপজেলায় বরিশাল-ঝালকাঠি মহাসড়কে মগর ইউনিয়নের বটতলা এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় মোহাম্মদ সরোয়ার খান (৪২) নামে এক পথচারী নিহত হয়েছেন।
বুধবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সরোয়ার খান পূর্ব রায়াপুর এলাকার মৃত আব্দুর রশিদ খানের ছেলে। তিনি বিভিন্ন স্থান থেকে শাক সংগ্রহ করে সেগুলো বিক্রি করতেন।
আরও পড়ুনস্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বটতলা এলাকায় বরিশাল-ঝালকাঠি মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় সরোয়ার খান গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করা হয়।
নলছিটি থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল বলেন, বিষয়টি আমরা জানতে পেরেছি। হাসপাতালে পুলিশ পাঠানো হবে।
মন্তব্য করুন