কুড়িগ্রামে ট্রাকচাপায় পল্লী চিকিৎসক নিহত
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রামে ট্রাক চাপায় আব্দুল মতিন (৪৭) নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টায় কুড়িগ্রাম-রংপুর সড়কের ত্রিমোহনী বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুল মতিন সদর উপজেলার হলোখানা ইউনিয়নের মাস্টারের হাট গ্রামের বদিউজ্জামানের ছেলে ও পেশায় পল্লী চিকিৎসক।
এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) এটিএম শিফাতুল মাজদার জানান, ময়নাতদন্ত না করেই পরিবার থেকে মরদেহটি নিয়ে যাওয়ার জন্য আবেদন করেছে। আমরা তাদের আবেদনটি গ্রাহ্য করেছি।
আরও পড়ুনমন্তব্য করুন