চট্টগ্রামে সেতুর রেলিং ভেঙে নদীতে ডুবলো চাঁদের গাড়ি
নিউজ ডেস্ক: চট্টগ্রামের কালুরঘাট সেতুর রেলিং ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে একটি চাঁদের গাড়ি (জীপ) কর্ণফুলী নদীতে পড়ে গেছে। শনিবার (৭ সেপ্টেম্বর) রাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বোয়ালখালী শহর অভিমুখী একটি চাঁদের গাড়ি সেতু পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে যায়। এ সময় গাড়িতে চালকসহ দুই জন যাত্রী ছিলেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
আরও পড়ুনবোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সাইদুর রহমান বলেন, কালুরঘাট সেতুর বোয়ালখালী প্রান্ত থেকে নগর প্রান্তের উদ্দেশ্যে যাওয়ার সময় একটি চাঁদের গাড়ি ডান পাশের রেলিং ভেঙে নদীতে পড়ে গেছে। গাড়ির চালকসহ দুই যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করেছে। তবে গাড়িটি প্রবল স্রোতের কারণে দূরে ভেসে গেছে।
মন্তব্য করুন