চবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভায় হট্টগোল-হাতাহাতি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় সমন্বয়কদের মতবিনিময়কালে শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। প্রায় ১০ মিনিট হট্টগোল চলার পর সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর অনুরোধে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আজ রবিবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর সামনেই এ ঘটনা ঘটে।
এসময় কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ, কেন্দ্রীয় সহ-সমন্বয়ক খান তালাত রাফিসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কবৃন্দ উপস্থিত ছিলেন।
ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কার নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এ সভা হয়।
আরও পড়ুনমতবিনিময়কালে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ শিক্ষার্থীদের বিভিন্ন মতামত ও প্রশ্নের আলোকে উত্তর দিচ্ছিলেন। এসময় শিক্ষার্থীদের মধ্যে থেকে একজন প্রশ্ন জানাতে গিয়ে 'আজকে যারা সমন্বয়ক নাম দিয়ে, আন্দোলনের অংশগ্রহণের নাম দিয়ে আছড়াচ্ছেন তারা শেখ হাসিনার দোসর ছিল' বললে শিক্ষার্থীদের মধ্যে হট্টগোল শুরু হয়। এক পর্যায়ে হাতাহাতির পর্যায়ে গেলে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ শিক্ষার্থীদের শান্ত হওয়ার আহবান জানান।
কিছুক্ষণপর পরিস্থিতি স্বাভাবিক হলে সরকারের পতন আন্দোলনে চট্টগ্রামের এক শহীদ সন্তানের বাবা বক্তব্য রাখেন।
মন্তব্য করুন