ভিডিও বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

নড়াইলে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে দুই ভাই নিহত

নড়াইলে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে দুই ভাই নিহত

নিউজ ডেস্ক:  নড়াইলের লোহাগড়ায় চরমল্লিকপুর গ্রামে পূর্ব বিরোধের জেরে দু্ই পক্ষের সংঘর্ষে মিরান শেখ (৩০) ও জিয়াউর শেখ (৪০) নামে আপন দুই ভাই নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে। নিহত মিরান ও জিয়াউর উপজেলার চরনল্লিকপুর গ্রামের মৃত সামাদ শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, চরমল্লিকপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে মাহমুদ গ্রুপ ও ফেরদৌস গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে ফেরদৌস গ্রুপের মিরান ও জিয়াউর মাঠের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে আয়য়ুবের দোকানের সামনে পৌঁছালে পূর্ব বিরোধের জেরে মাহমুদ গ্রুপের লোকজন তাদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এসময় তাদের ঠেকাতে গিয়ে ফেরদৌস গ্রুপের আরও পাঁচজন আহত হন। পরে তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মিরান ও জিয়াউর শেখকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে দুটি কারখানায় আগুন 

কুকুর পরিচালনা শিখতে বিদেশ যাচ্ছেন পুলিশ কর্তারা

সিরাজগঞ্জে যৌন নির্যাতনের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

সম্পর্ক থাকলে ভয় তো থাকবেই : সোহিনী

চুরি হওয়া অর্থ দেশে ফেরাতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সিএ প্রেস উইং

অব্যাহতিপ্রাপ্ত এসআইদের নেতৃত্বে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা