পাবনার ভাঙ্গুড়ায় সড়ক দুর্ঘটনায় হতাহত ২
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় ইট বোঝাই ট্রলি ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় সাইদুল ইসলাম (৪০) নামে এক গরু ব্যবসায়ী নিহত এবং অপর একজন আহত হয়েছেন। নিহত গরু ব্যবসায়ী সাইদুল পার্শ্ববর্তী চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের চড় সেনগ্রামের মৃত মজিবুর সর্দারের ছেলে।
আহত সিদ্দিক হোসেন (৪০) ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের পরমান্দপুর গ্রামের মৃত হামেদ ফকিরের ছেলে। তারা সম্পর্কে মামা ও ভাগ্নে জামাই। গতকাল বুধবার দুপুরে উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের নৌবাড়িয়া-মির্জাপুর-এরশাদনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুনভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, বিষয়টি তিনি অবগত নন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন