ফেনীতে পৃথক স্থানে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
নিউজ ডেস্ক: ফেনীতে পৃথক স্থানে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ফুলগাজীর বদরপুর ও পরশুরামের গুথুমা এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মৃত দুই হলো-উপজেলার উত্তর কোলাপাড়া এলাকার নাসিম উদ্দিনের মেয়ে নাদিহা আক্তার নুপুর (১৫) ও গুথুমা এলাকার আলী আহমদের ছেলে মেহেরাজ হোসেন তাছিম (২)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে ফুলগাজী উপজেলার বদরপুর এলাকায় মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে যাওয়া নাদিহা আক্তার নুপুর পরিবারের অগোচরে পাশের একটি পুকুরে পড়ে যান। পরে তার মরদেহ উদ্ধার করে স্বজনরা।
আরও পড়ুনসকাল ৯টার দিকে পরশুরাম উপজেলার গুথুমা এলাকায় পুকুরের পানিতে ডুবে মেহেরাজ হোসেন তাছিমের মৃত্যু হয়েছে।
পরশুরাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন