ভিডিও

পাবনার সাঁথিয়ায় গলায় ফাঁস নিয়ে নারীর মৃত্যু

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৪, ১০:১৪ রাত
আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৪, ১০:১৪ রাত
আমাদেরকে ফলো করুন

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের রামভদ্রভাটি গ্রামে গলায় ফাঁস নিয়ে বর্ষা আক্তার সালমা (৪০) নামে স্বামী পরিত্যাক্ত এক নারী আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের আব্দুল সামাদের মেয়ে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দিনগত রাতে সালমা বাবার বাড়িতে নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে। গতকাল বুধবার সকালে ঘুম থেকে না উঠায় দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে বাড়ির লোকজন। এসময় ঘরের তীরের সাথে গলায় ফাঁস নেয়া অবস্থায় তাকে দেখতে পাওয়া যায়।

পরিবারের সদস্য ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সালমা অসুস্থ হয়ে প্রায় ১৮ বছর বাবার বাড়ি অবস্থান করছে। অসুস্থতার কারণে স্বামী পরিত্যাক্ত ছিল। সে অসুস্থতার যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে বলে তাদের ধারণা।

কাশিনাথপুর পুলিশ ফাঁড়ির এসআই আশরাফুল আলম ঘটনার সত্যতা স্বীকার করেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS