ভিডিও

জয়পুরহাটে সাবেক হুইপ ও সাবেক দুই সংসদ সদস্যসহ ৩২৮ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৪, ১১:১৪ রাত
আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৪, ১১:১৪ রাত
আমাদেরকে ফলো করুন

জয়পুরহাট জেলা প্রতিনিধি : জয়পুরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী মিনকুল হোসেনের উপর হামলার ঘটনায় সাবেক হুইপ ও সাবেক ২ সংসদ সদস্যসহ ৩২৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি বুধবার সদর থানায় করা হয়েছে।

মামলাটির বিষয়ে নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির। বাদী মিনকুল হোসেন সদর উপজেলার থিয়ট গ্রামের সিদ্দিক শেখের ছেলে। মিনকুল জয়পুরহাট বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের ২য় বর্ষের ছাত্র।

এই মামলার উল্লেখযোগ্য আরও আসামিরা হলেন জয়পুহাট ২ আসনের সাবেক সংসদ সদস্য হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ১ আসনের সাবেক সংসদ সদস্য এড.সামছুল আলম দুদু, জয়পুরহাট সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজা মন্ডল রিনা, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, জয়পুরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল আজিজ মোল্লা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর, জয়পুরহাট পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাবেক প্যানেল মেয়র নন্দলাল পার্শী, জেলা আওয়ামী লীগের সমাজ কল্যান সম্পাদক মাহমুদ হোসেন হিমু, প্রচার ও পকাশনা সম্পাদক এইএম মাসুদ রেজা, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু, পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা প্রমুখ।

মামলা সুত্রে জানা যায় গত ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শহরের বাটার মোড়ে ছাত্ররা পৌছালে সাবেক হুইপ আবু ছাঈদ আল মাহমুদ স্বপন ও সাবেক সংসদ সদস্য এড. সামছুল আলম দুদুর নেতৃত্বে আসামিরা আগ্নেয়াস্ত্র, পেট্রোল বোমা, ককটেল, পিস্তল, বন্দুকসহ অন্যান্য অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্র জনতার সমাবেশে ও মিছিলে আক্রমন করে। এসময় হত্যার উদ্দেশ্যে শিক্ষার্থী মিনকুল হোসেনের উপর হামলা করা হয়। হামলায় মিনফুল গুলিবিদ্ধ হন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS