ভিডিও

প্রজ্ঞাপন দিয়ে মৌলভীবাজারের ৭ থানার ওসিকে বদলি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৪, ১১:৫২ দুপুর
আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৪, ১১:৫২ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  এক প্রজ্ঞাপনে মৌলভীবাজারে ৭ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টারের অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, মৌলভীবাজার মডেল থানার ওসি কেএম নজরুল ইসলামকে নৌপুলিশ, রাজনগর থানার ওসি মো. আব্দুছ ছালেক ও শ্রীমঙ্গল থানার ওসি মো. আলী মাহমুদকে সিআইডি, কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়কে টুরিস্ট পুলিশে, কমলগঞ্জ থানার ওসিকে পিবিআইয়ে এবং জুড়ী থানার ওসি মো. মেহেদী হাসান ও বড়লেখা থানার ওসিকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে ১৭ সেপ্টেম্বরের মধ্যে তারা স্ব স্ব স্থান থেকে রিলিজ হয়ে রিপোর্ট করতে হবে নতুবা ১৮ সেপ্টেম্বর থেকে তাদের ফোর্স বদলি দেখানো হবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS