গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তির মৃত্যু
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়ি থেকে ড্রেনের পানি নামা নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হমলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রশিদ (৫৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার নাকাই ইউনিয়নের পুরন্দর গ্রামের সোবাহান আলীর ছেলে।
মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির পানি নামা নিয়ে দ্বন্দ্বের জেরে গত ২ সেপ্টেম্বর রাতে আব্দুর রশিদের ওপর প্রতিপক্ষ একই গ্রামের মৃত ছবেদ আলীর ছেলে আইয়ুব আলী লোকজন নিয়ে হামলা করে। এসময় তাকে বেদম মারপিটসহ দেশিয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত করে।
আরও পড়ুনপরিবারের লোকজন তাকে প্রথমে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চিকিৎসকদের পরামর্শে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করায়। সেখানে ১২ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় তিনি মারা যান।
মন্তব্য করুন