রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
নিউজ ডেস্ক: রাজধানীর ডেমরার বাঁশেরপুল এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় পারুল বেগম (৫০) নামে এক নারীর (৩৫) মৃত্যু হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের স্বামীর নাম সাহেব আলী। থাকেন যাত্রাবাড়ী মৃধাবাড়ি এলাকায়।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ৮টায় তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনডিএমপির ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সংবাদ পেয়ে ডেমরার বাঁশেরপুল এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ঢামেকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে গিয়ে জানতে পারি ওই নারী বাঁশেরপুল এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন।
মন্তব্য করুন