বাঁশখালীতে বিল থেকে যুবকের মরদেহ উদ্ধার
নিউজ ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের খুদুকখালী গ্রামের ৭ নম্বর ওয়ার্ড এলাকায় কোনাখালী বিলে পড়ে থাকা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে এলাকার লোকজন।
ওই যুবকের নাম মো. আরিফ (৩৩)।
তিনি স্থানীয় হাজি কালামিয়া পাড়ার মরহুম আবদুর রহিমের ছেলে।
রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান চাচাতো ভাই মো. সরওয়ার উদ্দীন।
আরও পড়ুনতিনি বলেন, শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে জাল নিয়ে মাছ ধরতে গিয়ে আর ঘরে ফিরেনি আরিফ। খোঁজাখুঁজির পর রোববার সকালে বিলে তার মরদেহ পাওয়া যায়।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, মাছ ধরতে গিয়ে ওই যুবক নিখোঁজ ছিল। সকালে মরদেহ পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
মন্তব্য করুন