ভিডিও শুক্রবার, ১১ জুলাই ২০২৫

নোয়াখালীতে পুলিশের লুট হওয়া মোবাইল ফোন উদ্ধার, আটক ১

নোয়াখালীতে পুলিশের লুট হওয়া মোবাইল ফোন উদ্ধার, আটক ১

নিউজ ডেস্ক:  নোয়াখালীর চাটখিল থানা থেকে লুট হওয়া পুলিশ সদস্যের মোবাইল ফোন ও বিভিন্ন সরঞ্জামসহ রবিউল হাসান অপি (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে তার বসতঘর থেকে এসব উদ্ধার করা হয়। 

রবিউল হাসান অপি চাটখিল পৌরসভার ৬নং ওয়ার্ডের পশ্চিম ছয়ানী টবগা গ্রামের মো. বেলাল হোসেনের ছেলে।

জানা যায়, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দুষ্কৃতিকারীরা চাটখিল থানায় হামলা ও অগ্নিসংযোগ চালায়। এ সময় দুর্বৃত্তরা থানার আগ্নেয়াস্ত্র লুট করে নিয়ে যায়। সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিউল হাসান অপির বসতঘর থেকে থানার লুট হওয়া তিনটি মোবাইল ফোন, দুইটি ব্যাগ, একটি রেইনকোট ও টি চার্জার উদ্ধার করা হয়। 

আরও পড়ুন

চাটখিল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক বলেন, গত ৫ আগস্ট চাটখিল ও সোনাইমুড়ী থানায় হামলা চালিয়ে আগ্নেয়াস্ত্র ও সরঞ্জাম লুট করা হয়। অপির বসতঘর থেকে পুলিশ সদস্যদের মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। তাকে আদালতে সোপর্দ করা হবে।

সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল) নিত্যানন্দ দাস বলেন, আমাদের চাটখিল ও সোনাইমুড়ী থানা পুলিশের অনেক অস্ত্র এখনো পাওয়া যায়নি। তাই অস্ত্র উদ্ধারের জন্য বিশেষ অভিযান অব্যাহত আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

খুলনায় যুবদল নেতাকে গুলি করে ও রগ কেটে হত্যা

ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান

ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান

সেপ্টেম্বর-অক্টোবরে দুর্ভিক্ষের আলামত দেখছি মানুষের মনে: রিজভী

২০২৬ সালের গান্ধী জয়ন্তীতে মুক্তি পাচ্ছে দৃশ্যম থ্রি