ভিডিও বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

ট্রাক ও ভবনের পিলারের মাঝে পড়ে করুন মৃত্যু

ট্রাক ও ভবনের পিলারের মাঝে পড়ে করুন মৃত্যু

নিউজ ডেস্ক: লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়ন পরিষদ চত্বরে সরকারি চালবাহী মিনি ট্রাক চাপায় মুহাম্মদ সোহেল (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহত সোহেল কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর হারবাং কলাতলী রোড পাড়ার মোস্তাক আহমদের ছেলে।

বুধবার (১৮সেপ্টম্বর) সকালে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন জানান, সকালে উপজেলা খাদ্য গুদাম থেকে মিনিট্রাক ভর্তি করে ভিজিডি’র চাল নিয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনা হয়। এ সময় মহাসড়ক থেকে ট্রাকটি পেছন হয়ে ইউপি কার্যালয় সড়কে ঢুকে। এক পর্যায়ে ইউপি কার্যালয় সড়ক দেবে যায়। ফলে পেছনে থাকা শ্রমিক ইউপি কার্যালয়ের পিলার ও মিনিট্রাকের মাঝে আটকা পড়ে। পরে আটকা পড়া শ্রমিককে উদ্ধার করতে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মিনিট্রাক আর ভবনের পিলারের মাঝখানে আটকা পড়া শ্রমিককে উদ্ধার করা হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সিদ্দিকুল আলম তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এগিয়ে থেকেও ম্যানচেস্টার সিটির অবিশ্বাস্য ড্র 

অব্যাহতিপ্রাপ্ত এসআইদের সরিয়ে দেওয়া হয়েছে

নারায়ণগঞ্জে দুটি কারখানায় আগুন 

কুকুর পরিচালনা শিখতে বিদেশ যাচ্ছেন পুলিশ কর্তারা

সিরাজগঞ্জে যৌন নির্যাতনের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

সম্পর্ক থাকলে ভয় তো থাকবেই : সোহিনী