ভিডিও বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

বগুড়ার সোনাতলায় বিএনপি অফিসে হামলার ঘটনায় শিল্পপতি শ্যামলসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা 

বগুড়ার সোনাতলায় বিএনপি অফিসে হামলার ঘটনায় শিল্পপতি শ্যামলসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা, প্রতীকী ছবি

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় ৯ বছর আগে বিএনপি’র অফিসে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় শিল্পপতিসহ ১৩০ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গত সোমবার বিএনপি’র নেতা ও সাবেক পৌর কাউন্সিলর জহুরুল ইসলাম শেফা বাদি হয়ে ওই মামলা করেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মির একটি বহর পৌর সদরের মাদ্রাসা মোড়ে উপজেলা বিএনপি’র অফিসের সামনে ককটেল বিস্ফোরন ঘটানোর পর বিএনপি অফিসে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। এতে অভিযুক্তরা প্রায় ৪ লাখ ৮৫ হাজার টাকার ক্ষতিসাধন করে।

মামলায় অন্যতম আসামি হলেন, ২০২৪ সালের ৭ জানুয়ারি সংসদ নির্বাচনে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) নির্বাচনী এলাকার সংসদ সদস্য পদপ্রার্থী ও আওয়ামীলীগ কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য ও শিল্পপতি কৃষিবিদ কে এসএম মোস্তাফিজুর রহমান শ্যামল, সালেক সোলার পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছালেক উদ্দিন।

আরও পড়ুন

ওই মামলায় আরও যাদের আসামি করা হয়েছে তারা হলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. মিনহাদুজ্জামান লীটন, দলের সাধারণ সম্পাদক ও ড. এনামুল হক ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল মালেকসহ ১৩০ জন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মি।

এ বিষয়ে সোনাতলা থানার ওসি বাবু কুমার সাহা মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, ৯ বছর আগে ২০১৫ সালে ১০ ফেব্রুয়ারি অভিযুক্ত আসাামিরা বিএনপি’র অফিসে হামলা চালিয়ে ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাট, ককটেল বিস্ফোরণ ঘটায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে প্রেমের টানে যুবককে হত্যা করল আরেক যুবক

 তেহরান কখনও ট্রাম্পকে হত্যার চক্রান্ত করেনি : ইরানী প্রেসিডেন্ট

কুষ্টিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

ফরিদপুরে মেয়ের শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে মা নিহত 

সেন্টমার্টিনে শটসার্কিটের আগুনে ২ রিসোর্ট পুড়ে ছাই

জামায়াত নেতা হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা