ভিডিও বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

দিনাজপুরের হাকিমপুর হিলি স্থলবন্দর দিয়ে নতুন শুল্কায়নের পেঁয়াজ আমদানি শুরু

দিনাজপুরের হাকিমপুর হিলি স্থলবন্দর দিয়ে নতুন শুল্কায়নের পেঁয়াজ আমদানি শুরু, ছবি : দৈনিক করতোয়া

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : ভারতের সার্ভারের জটিলতা কাটিয়ে দুইদিন পর দিনাজপুরের হাকিমপুর হিলি স্থলবন্দর দিয়ে নতুন শুল্কায়নের পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫ টা ৪০ মিনিটে ভারতীয় ৪টি ট্রাকে ১২৩ মেট্রিক টন পেঁয়াজ দেশে প্রবেশের মধ্যদিয়ে আমদানি শুরু হয়।

হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা জানান, সম্প্রতি ভারতে পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় চলতি মাসের (১৩ সেপ্টেম্বর) পণ্যটি রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক থেকে ২০ শতাংশ এবং রপ্তানি মূল্য টন প্রতি ৫৫০ মার্কিন ডলার থেকে ১৪৫ ডলার কমিয়ে ৪০৫ ডলার নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করে ভারতে বাণিজ্য মন্ত্রণালয়।

কিন্তু ভারতের কাস্টমস সার্ভারে সেটি সংযুক্ত না হওয়ায় গত শনিবার ও রোববার এই দুই দিন পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। সেই জটিলতা কাটিয়ে বন্দর দিয়ে আমদানি শুরু হয়েছে। সেইসাথে বাড়বে আমদানি, কমবে দামও।

আরও পড়ুন

হিলি স্থলবন্দর সূত্রে জানা যায়, ভারতীয় ৪টি ট্রাকে ১২৩ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে। এসব পেঁয়াজ আমদানি করছেন মেসার্স শওকত ট্রেডার্স, মেসার্স সুমাইয়া ইন্টারপ্রাইজ ও মেসার্স বি.কে ট্রেডার্স।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে দুটি কারখানায় আগুন 

কুকুর পরিচালনা শিখতে বিদেশ যাচ্ছেন পুলিশ কর্তারা

সিরাজগঞ্জে যৌন নির্যাতনের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

সম্পর্ক থাকলে ভয় তো থাকবেই : সোহিনী

চুরি হওয়া অর্থ দেশে ফেরাতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সিএ প্রেস উইং

অব্যাহতিপ্রাপ্ত এসআইদের নেতৃত্বে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা