ভিডিও বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

বগুড়ার কাহালুতে নকল সোনার মূর্তিসহ দুই প্রতারক আটক

প্রতীকী ছবি

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলার কাহালুতে আসল সোনা বলে নকল সোনার মূর্তি দিয়ে প্রতারণা করার সময় দুই প্রতারককে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যারাতে উপজেলার পাইকড় ইউনিয়নের মহিষামুড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃত দুই প্রতারক হলো, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার খাগড়া গ্রামের ওছমানের ছেলে আরাফাত হোসেন সবুজ (৩৩) ও একই উপজেলার ভান্ডুরিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে  সোহেল (২৬)। পুলিশ সূত্র জানায়, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার চরবসন্তপুর গ্রামের রুবেল নামে এক রাজমিস্ত্রির সাথে বগুড়ায় ওই দুই প্রতারকদের পরিচয় হয়।

এরপর প্রতারক সবুজ ও সোহেল রুবেলকে জানায় তাদের কাছে ১ কেজি ১’শ ১০ গ্রাম ওজনের আসল একটি সোনার মূর্তি (রাধাকৃষ্ণ)আছে এবং এটি তারা কমদামে বিক্রি করবে। রুবেল প্রতারকদের কথায় লোভে পড়ে ঘটনার দিন সন্ধ্যারাতে ৫০ হাজার টাকা নিয়ে মুহিষামুড়া গ্রাম এলাকায় আসলে প্রতারক সবুজ ও সোহেল রুবেলের কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে তাকে নকল সোনার মূর্তি  দেয়।

আরও পড়ুন

কিন্তু এ সময় স্থানীয় জনতা প্রতারণার বিষয়টি বুজতে পেরে মূর্তিসহ তাদের আটক করে কাহালু থানার পুলিশের কাছে সোপর্দ করে। কাহালু থানার এস আই মো. রুবেল প্রামানিক জানান, এ বিষয়ে প্রতারিত রুবেল বাদি হয়ে থানায় সবুজ ও সোহেলের নামে একটি প্রতারণার মামলা দায়ের করেছেন। আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) পুলিশ তাদের আদালতে প্রেরণ করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অব্যাহতিপ্রাপ্ত এসআইদের সরিয়ে দেওয়া হয়েছে

নারায়ণগঞ্জে দুটি কারখানায় আগুন 

কুকুর পরিচালনা শিখতে বিদেশ যাচ্ছেন পুলিশ কর্তারা

সিরাজগঞ্জে যৌন নির্যাতনের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

সম্পর্ক থাকলে ভয় তো থাকবেই : সোহিনী

চুরি হওয়া অর্থ দেশে ফেরাতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সিএ প্রেস উইং