ভিডিও

পর্যটকদের নৌ-ভ্রমণে মুখরিত সুজানগরের গাজনার বিল

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৪, ১১:১৭ রাত
আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৪, ১১:১৭ রাত
আমাদেরকে ফলো করুন

সুজানগর (পাবনা) প্রতিনিধি : পর্যটকদের নৌ-ভ্রমণে মুখরিত হয়ে উঠছে পাবনার সুজানগরের ঐতিহ্যবাহী গাজনার বিল। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত স্থানীয় পর্যটকদের পাশাপাশি আশপাশের জেলার হাজার হাজার ভ্রমণ পিপাসু পর্যটকরা গাজনার বিলে নৌ-ভ্রমণ করছেন।

বিলপাড়ের উলাট গ্রামের বাসিন্দা প্রকৌশলী আমিনুল হক জানান, চলতি বর্ষা মৌসুমে গাজনার বিল বর্ষার নতুন পানিতে থৈ থৈ করে। আর বিলে এ পানি থাকে পৌষ মাস পর্যন্ত। এসময় স্থানীয় পর্যটকদের পাশাপাশি দূর-দূরান্ত থেকে হাজার হাজার নারী-পুরুষ পর্যটক ছুটে আসেন গাজনার বিল ভ্রমণে।

ভ্রমণপিপাসু ওইসব বেশিরভাগ পর্যটক গাজনার বিলে নৌ-ভ্রমণ করে থাকেন। পর্যটকদের নৌ-ভ্রমণের জন্য বিলের খয়রান ব্রিজ পয়েন্টে, চরবোয়ালিয়া পয়েন্টে, বাদাই ব্রিজ পয়েন্টে এবং বোনকোলা ব্রিজ পয়েন্টে বাণিজ্যিকভাবে রাখা হয়েছে ইঞ্জিনচালিত বড় বড় নৌকা। তাছাড়া পর্যটকদের দৃষ্টি আকৃষ্ট করতে বিলের শারীরভিটা পয়েন্টে রাখা হয় বিশাল বাইচ’র নৌকা। স্থানীয় পর্যটকরা ওই বাইচ’র নৌকায়ও বিলভ্রমণ করে থাকেন।

বিলপাড়ের শারীরভিটা গ্রামের আলহাজ আলী খান বলেন, প্রতিদিন কমবেশি পর্যটককে গাজনার বিলে নৌ-ভ্রমণ করতে দেখা যায়। তবে শুক্র এবং শনিবার পর্যটকদের নৌ-ভ্রমণে গাজনার বিল মুখরিত হয়ে উঠে। এদিন হাজার হাজার পর্যটকদের পাশাপাশি স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বর্ণিল সাজে সেজে গাজনার বিলে নৌ-ভ্রমণ করেন। পর্যটকরা সকাল ১০টা থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত বিলের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ঘুরে ঘুরে নৌ-ভ্রমণ করেন।

বিলে নৌ-ভ্রমণে আসা উপজেলার সাতবাড়ীয়া গ্রামের শহীদুল্লাহ বলেন, বিলটি ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলা সম্ভব। তবে এজন্য প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতায় বিলে সারাবছর পানি ধরে রাখার ব্যবস্থা করার পাশাপাশি বিলের ২/৪টি পয়েন্টে পরিকল্পিত পিকনিক স্পট এবং আবাসন সুবিধা গড়ে তোলা।

সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, গাজনার বিলকে নিয়ে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে। তবে সেই পরিকল্পনা বাস্তবায়নে সময় লাগবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS