ভিডিও শুক্রবার, ১১ জুলাই ২০২৫

শেরপুর জেলার পাঁচ থানার ওসিকে বদলি

শেরপুর জেলার পাঁচ থানার ওসিকে বদলি

নিউজ ডেস্ক: পুলিশ হেড কোয়ার্টার শেরপুর জেলার পাঁচটি থানার সকল ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির নির্দেশনা জারি করেছে । বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে পুলিশ হেড কোয়ার্টারের অতিরিক্ত আইজি আবু হাসান মুহম্মদ তারিকের সই করা প্রজ্ঞাপনের মাধ্যমে ওই বদলির আদেশ দেওয়া হয়। 

প্রজ্ঞাপনে আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে ছাড়পত্র গ্রহণ করে বদলিকৃত নতুন কর্মস্থলে যোগ দেওয়া নির্দেশনা দেওয়া হয়েছে। গত জাতীয় সংসদ নির্বাচনের পর একযোগে সকল ভারপ্রাপ্ত কর্মকর্তাদের এটাই সবচেয়ে বড় পরিবর্তন। 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে। এছাড়া শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহামেদ বাদল, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া ও নালিতাবাড়ী থানার ওসি মো. মনিরুল আলম ভূঁইয়াকে সিআইডিতে বদলি করা হয়েছে। 

আরও পড়ুন

এর আগে শেরপুরের পাঁচটি থানার ওসিদের গত নির্বাচনের আগে এক থানা থেকে অন্য থানায় পরিবর্তন করা হয়েছিল। 

অপরদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নন্দিরবাজার এলাকায় দুর্বৃত্তরা শেরপুর সদর থানার (ওসি) এমদাদুল হককে গুরুতর আহত করে। পরবর্তীতে শেরপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত ডিআইও-১ মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গত ১০ সেপ্টেম্বর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নিয়োগ দেয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের চিরিরবন্দরে ডাম্প ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইপিজেডকর্মী নিহত

রাজবাড়ীতে কোটি টাকার বিল জালিয়াতি অবশেষে ধরা

চাঁপাইনবাবগঞ্জে পানি থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

জুলাই সনদ, বিচার, নির্বাচন সব প্যাকেজ আকারে হতে হবে: হাসনাত আবদুল্লাহ

কর্ণফুলী ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

ইউক্রেনের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা