ভিডিও

মহানবী (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে নাটোরে  শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৪, ০৬:৫৪ বিকাল
আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০২৪, ০৬:৫৪ বিকাল
আমাদেরকে ফলো করুন

নাটোর প্রতিনিধি : মহানবী হযরত মুহম্মদ (সা.) সম্পর্কে ভারতীয় পুরোহিত রামগিরি ও সাংসদ নিতিশ রানের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। বৃষ্টি উপেক্ষা করে আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সরকারি এনএস কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও যোগ দেন বিক্ষোভে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাদ্রাসা মোড়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ওবায়দুল্লাহ মিম, শিশির মহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।

বক্তারা অভিযোগ করেন বিতর্কিত ওই দুই ব্যক্তির বিরুদ্ধে অর্ধশত মামলা হলেও তাদের গ্রেপ্তার করা হয়নি। অবিলম্বে চরম সাম্প্রদায়িক ভারতীয় ওই দুই ব্যক্তিকে  গ্রেপ্তার করতে ভারত সরকারের প্রতি আহবান জানান তারা।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS