ভিডিও

নাটোরের বড়াইগ্রামে চার লাখ টাকা মূল্যের কারেন্টজাল পুড়িয়ে ধ্বংস

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৪, ১১:০৮ রাত
আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২৪, ১১:০৮ রাত
আমাদেরকে ফলো করুন

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাপুর বাজারে আনুমানিক চার লাখ টাকা মূল্যের মৎস্য নিধনের অবৈধ কারেন্টজাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। গত বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস।

এই অভিযানে  সহায়তা করেন  সিনিয়র  উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল হালিম, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মুহাম্মদ আবু বকর সিদ্দিকী ও সেনাবাহিনীর বড়াইগ্রাম ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেইন মো. সাখাওয়াত হোসেন।

মোবাইল কোর্ট পরিচালনাকালে মালিকবিহীন প্রায় ৮০০টি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক দৈর্ঘ্য ৪০ হাজার মিটার এবং অর্থ মূল্য চার লাখ টাকা। পরে কাউকে না পেয়ে জব্দকৃত জালগুলি পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস জানান, জনস্বার্থে এ ধরণের অভিযান চলমান থাকবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS